etcnews
ঢাকাMonday , 7 April 2025
  1. আইন-আদালত
  2. ইসলাম
  3. ক্যাম্পাস
  4. জাতীয়
  5. প্রযুক্তি
  6. বানিজ্য
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. সোশ্যাল মিডিয়া
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বাবা-মা হারিয়েছে প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি শিশু

etcnews
April 7, 2025 12:45 am
Link Copied!

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নির্মূলের নামে গাজায় আগ্রাসন চালায় দখলদার ইসরাইলি বাহিনী। এরপর থেকে এ ভূখণ্ডে চলছে হত্যাযজ্ঞ। নির্মম গণহত্যা চালানো হয় গাজার প্রতিটি অংশে। এতে প্রাণ হারায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। হত্যাকাণ্ডের তালিকায় রয়েছে গণমাধ্যম, ত্রাণ ও স্বাস্থ্যকর্মী।

সবচেয়ে করুণ বিষয় হচ্ছে, গাজার ভবিষ্যৎ প্রজন্মকে রুখতে হত্যা করা হয়েছে ১৭ হাজার শিশুকে আর বাবা-মা দুজনকেই হারিয়েছে প্রায় ৪০ হাজার শিশু। ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো ৫ এপ্রিল ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি গণহত্যার ৫৩৪ দিনের মধ্যে গাজায় প্রায় ৩৯ হাজার ৩৮৪ শিশু বাবা-মাকে হারিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় প্রায় ১৭ হাজার শিশু বাবা-মা দুজনকেই হারিয়েছে।

পরিসংখ্যান ব্যুরো বলছে, গাজা উপত্যকা আধুনিক ইতিহাসের বৃহত্তম অনাথ সংকটে ভুগছে। এখানকার শিশুরা ভয়াবহ পরিস্থিতির শিকার। ছেঁড়া তাঁবু ও ধ্বংসপ্রাপ্ত বাড়িতে অমানবিক জীবনযাপন করতে বাধ্য হচ্ছে তারা। অযত্ন আর মানবিক সহায়তার অভাবে কোনোরকম বেঁচে আছে এসব শিশু।

বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ১৭ হাজার ৯৫৪ শিশু নিহত হয়েছে, যার মধ্যে ২৭৪ জন নবজাতক এবং ৮৭৬ জন এক বছরের কম বয়সি রয়েছে। শুধু তাই নয়, বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে তীব্র শীতে মারা গেছে ১৭ শিশু। আরো ৫২ শিশুর মৃত্যু হয়েছে অনাহার এবং অপুষ্টিতে। ইসরাইলের অবরোধের কারণে গাজায় কোনো ধরনের ত্রাণ সহায়তা প্রবেশ করতে পারছে না। ফলে দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে মৃত্যুঝুঁকিতে আছে ৬০ হাজার শিশু।

গাজা এবং পশ্চিম তীরের ৫ দশমিক ৫ মিলিয়ন ফিলিস্তিনির প্রায় ৪৩ শতাংশ ১৮ বছরের কম বয়সি শিশু।

যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার পর গত মাসের ১৮ তারিখ থেকে গাজায় আকস্মিক বিমান হামলা শুরু করে ইসরাইল। তখন থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে এক হাজার ৩০৯ জন ফিলিস্তিনি। আহত হয়েছে তিন হাজারের বেশি মানুষ।

গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য গত নভেম্বরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এ যুদ্ধের জন্য ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে।

এদিকে, রোববার রাতভর ইসরাইলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৪৬ জন। এরমধ্যে জাহা শহরে বাবা ও মেয়েসহ প্রাণ হারিয়েছে ২১ জন। এ ছাড়া দক্ষিণাঞ্চলের একটি আশ্রয় শিবিরে হামলায় মারা গেছে কমপক্ষে ছয়জন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।