etcnews
ঢাকাSunday , 6 April 2025
  1. আইন-আদালত
  2. ইসলাম
  3. ক্যাম্পাস
  4. জাতীয়
  5. প্রযুক্তি
  6. বানিজ্য
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. সোশ্যাল মিডিয়া
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ওয়াকফ আইনের বিরোধিতা করে আসিফ নজরুলের স্ট্যাটাস 

etcnews
April 6, 2025 9:29 am
Link Copied!

ভারতের ‘ওয়াকফ’ বিল নিয়ে তীব্র সমালোচনা করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (০৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এ আইনের বিরোধিতা করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ভারতে মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাস করে তারা মুসলমানদের ‘ওয়াক্‌ফ’ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারিত্বের বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরোনো মসজিদসহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।’

ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মের কাউকে স্থান দেওয়া হয় না দাবি করে স্ট্যাটাসে তিনি আরও বলেন, ‘ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না। এই প্রশ্ন সেখানে উঠেছে যে, ওয়াক্‌ফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন?’

দেশটির ওয়াক্‌ফ বিল মুসলিম নিপীড়নের নতুন অধ্যায় মন্তব্য করে আসিফ নজরুল আরও বলেন, ‘এই আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে।’

সবশেষে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের অভিযোগের প্রসঙ্গ টেনে আনেন এই উপদেষ্টা। তিনি বলেন, ‘পরিতাপের বিষয় হচ্ছে, এরাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।