নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে ঈদ পরবর্তী প্রথম কারাগার থেকে আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, অভিনেত্রীসহ বিভিন্ন নেতাকর্মীকে। এ সময় সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সঙ্গে কাঠগড়ায় খোশগল্পে মাততে দেখা যায় অভিনেত্রী শমী কায়সারকে।
বুধবার (০৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তাদের হাজির করা হয়। মামলার শুনানির পুরোটা সময় জ্যাকব ও শমী কায়সার খোশগল্প করে পার করেন।
এদিকে শুনানি শেষে উত্তরার আজমপুরে টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এর আগে, গত ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ (২০) গুলিতে আহত হন । উত্তরা পূর্ব থানার এ মামলায় শমী কায়সারকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।