etcnews
ঢাকাMonday , 24 March 2025
  1. আইন-আদালত
  2. ইসলাম
  3. ক্যাম্পাস
  4. জাতীয়
  5. প্রযুক্তি
  6. বানিজ্য
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. সোশ্যাল মিডিয়া

সেনাবাহিনী এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক : হাসনাত আবদুল্লাহ

etcnews
March 24, 2025 4:23 pm
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি)এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘৫ আগস্টেও সেনাবাহিনী ছাত্র-জনতার পাশে ছিলো। তারা কোনোদিন জনসাধারণের বিরুদ্ধে যাবে না। এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সে প্রতিষ্ঠানকে নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ করা যাবে না। সেনাবাহিনীর বিরুদ্ধে জনতাকে দাঁড় করানো যাবে না, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে।’

সোমবার (২৪ মার্চ) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির কসবা উপজেলা শাখা আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যসহ সব শ্রেণিপেশার মানুষের সম্মানে ইফতার এবং দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

এ আলোচনা সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সেনাবাহিনী এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক। ৫ আগস্ট ছাত্র-জনতার সঙ্গে মিশে আওয়ামীবিরোধী অবস্থান নিয়েছিলো তারা। কাজেই আমি তাদের অনুরোধ করবো, আপনারা জনগণের বিরুদ্ধে কখনও অবস্থান নেবেন না। রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই। আপনাদের সামনে প্রতিজ্ঞা করতে চাই, আওয়ামী লীগ যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছিলো, আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের সহযোগিতায় ওই প্রতিষ্ঠানগুলো জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো আমরা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।