etcnews
ঢাকাMonday , 24 March 2025
  1. আইন-আদালত
  2. ইসলাম
  3. ক্যাম্পাস
  4. জাতীয়
  5. প্রযুক্তি
  6. বানিজ্য
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. সোশ্যাল মিডিয়া

কমিটি গঠনের দ্ব‌ন্দ্বে শ্রমিকদল নেতাকে কুপিয়ে হত্যা

etcnews
March 24, 2025 3:49 am
Link Copied!

মাদারীপুর পৌর শ্রমিকদলের কমিটি গঠনের দ্ব‌ন্দ্বের জেরে এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম শা‌কিল মু‌ন্সি। তিনি সদর উপজেলা শ্রমিকদ‌লের সভাপ‌তি।

রোববার রাত ১১টার দি‌কে মাদারীপুর সদর হাসপাতা‌লে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জেলা শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন বলেন, সম্প্রতি মাদারীপুর পৌর শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে লিটন হাওলাদারকে সভাপতি, সেলিম রেজাকে সাধারণ সম্পাদক ও আরিফ হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এতে যারা দায়িত্ব পেয়েছেন তারা মূলত আওয়ামীপন্থি। টাকার বিনিময়ে তাদের পুনর্বাসন করা হয়েছে। এ ঘটনার জে‌রে রোববার রা‌ত ৮টার দি‌কে বি‌সি‌কে সভা কর‌তে যান শা‌কিল মু‌ন্সি। এ সময় তা‌দের ওপর প্রতিপ‌ক্ষের লোকজন হামলা ক‌রে। এতে শা‌কিল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতা‌লে ভর্তি করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।