etcnews
ঢাকাThursday , 13 February 2025
  1. জাতীয়
  2. প্রযুক্তি
  3. বানিজ্য
  4. বিনোদন
  5. বিশ্ব
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. সর্বশেষ
  9. সারাদেশ

‘মরার জন্য অপেক্ষা কর, জয় বাংলা’ লিখে বিএনপি অফিসে হামলা

etcnews
February 13, 2025 2:45 pm
Link Copied!

নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে আসবাব ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ওই সময় তারা অফিসের দেয়ালে চারপাশে লিখে যায়, ‘মরার জন্য অপেক্ষা কর, জয় বাংলা।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরসুবুদ্ধি বাজার সংলগ্ন বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর চরসুবুদ্ধি বাজারের পাশে ইউনিয়ন বিএনপির কার্যালয়টি চালু করা হয়।বুধবার রাতে তালা ভেঙে অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। সেখানে থাকা চেয়ার, টেবিল, অন্যান্য আসবাবসহ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপাসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে তারা। ওই সময় দুর্বৃত্তরা দেওয়ালের চারপাশে লিখে যায় ‘মরার জন্য অপেক্ষা কর, জয় বাংলা।’

এদিকে দলীয় অফিসে হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীর।

বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপি কার্যালয় পরিদর্শন করেছে রায়পুরা থানা পুলিশ। তদন্ত সাপেক্ষ জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন থানার ওসি আদিল মাহমুদ।

চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দানিছ মিয়া বলেন, বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় দলীয় নেতা ও কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করব। পরে রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিব।

রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন বলেন, চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলার কথা শুনেছি। ঘটনাটি রায়পুরা থানার পুলিশকে অবগত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ওই ঘটনায় জড়িতদের বিচার দাবি জানাই।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।