etcnews
ঢাকাSaturday , 8 February 2025
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

যে দোয়া পড়লে ‘আল্লাহ তায়ালা’ দুনিয়া ও আখেরাতের জিম্মাদার হবেন

etcnews
February 8, 2025 5:04 am
Link Copied!

হজরত আবু দারদা (রা.) বলেছেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় এই দোয়া ৭ বার পাঠ করবে আল্লাহ তায়ালা তার দুনিয়া ও আখেরাতের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের জিম্মাদার হবেন। দোয়াটি হলো—

حَسْبِيَ اللهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّـلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ

উচ্চারণ : হাসবি-ইয়াল্লাহু লা-ইলাহা, ইল্লাহু, আলাইহি-তাওয়াক্কালতু, ওয়া-হুয়া-রাব্বুল-আরশির আজিম।

অর্থ : আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তাঁর উপরেই আমি ভরসা করি, আর তিনি মহান আরশের অধিপতি।

(সূরা তওবা, আয়াত : ১২৯; সুনানে আবু দাউদ, হাদিস : ৫০৮১)

হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল (সা.) কে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা কর, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন, যেভাবে পাখিদের দিয়ে থাকেন। তারা ভোরে খালি পেটে বের হয়ে যায় এবং দিনের শেষে ভরা পেটে ফিরে আসে।

(তিরমিজি, হাদিস : ২৩৪৪; ইবনে মাজা, হাদিস : ৪১৬৪)

এক হাদিসে আসছে, একজন সাহাবি নবীজি (সা.) কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সা.) আমি কি উট বেঁধে আল্লাহর ওপর ভরসা করব? নাকি উট ছেড়ে দিয়েই আল্লাহর ওপর ভরসা করে রেখে যাব? উত্তরে নবীজি (সা.) বললেন, আগে উট বাঁধ তারপর আল্লাহর ওপর ভরসা কর, যাতে কোনো দুর্ঘটনার কারণে উট হারিয়ে না যায়।

(সুনানে তিরমিজি, হাদিস : ২৫১৭)

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।