জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে জাতিকে হাত-পা বেঁধে আটকে রাখা হয়েছিল। কথা বলতে দেয়া হয়নি। সাংবাদিকরা চাইলেও সত্য বলতে পারেনি।
আজ বুধবার (২৮ আগস্ট) রাজধানীর গুলশান হোটেল লেকশোরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামির আমির বলেন– আসুন, সমাজের সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় স্বার্থে আমরা এক হই। এই জায়গায় আমরা কোনো ছাড় দেব না, সমঝোতা করবো না।
সাংবাদিকদের উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন– আপনাদের কলম মুক্ত হোক, চিন্তা স্বাধীন হোক। এখন আপনারা নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন।
জামায়াতের আমির বলেন, এই ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারলে তাতে শাষক কাউকেই নিজেদের দাস মনে করতে পারবে না। জামায়াতের ভুলগুলো ধরিয়ে দিতে সাংবাদিকদের কাছে আহ্বানও জানান তিনি।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।