etcnews
ঢাকাSaturday , 17 August 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

স্বরুপে ফিরছে কুয়াকাটার সৈকত

Link Copied!

পর্যটন নগরী কুয়াকাটার সৈকত সুনশান-নিস্তব্ধতা কাটিয়ে পর্যটকদের আগমনে প্রাণচাঞ্চল্যতায় ফিরছে। মাস খানেক ধরে চলা সারা দেশে কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনে স্থবির হয়ে পড়া সকল কর্মকাণ্ড স্বাভাবিক হতে শুরু করেছে।

পর্যটকদের আনাগোনা বাড়ায় খুলছে কুয়াকাটার সকল আবাসিক হোটেল, স্বাভাবিক আছে রেস্তোরাঁসহ পর্যটননির্ভর সকল ব্যবসা।

গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুয়াকাটার প্রতিনিধিদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভার মধ্যে দিয়ে পুরপুরিই পর্যটকদের সেবায় নিয়োজিত হয়েছে।

ক্যামেরাম্যান আল-আমীন বলেন, গত সপ্তাহ থেকে মোটামুটি পর্যটক আসতে শুরু হয়েছে। আজ ভালোই পর্যটক বাড়ছে। আগামী সপ্তাহে আসা করি পুরো সৈকত দখল থাকবে পর্যটকদের। আমরা আমাদের সংকট কাটাতে পারব।

সৈকত লাগোয়া চা দোকানী মো. জাফর বলেন, বিগত দিনে ১০ কাপ চাও বিক্রি করতে পারতাম না। গত কাল ভালোই বিক্রি করতে পারছি। আজ আরো বাড়বে। এখন আমাদের দুশ্চিন্তা কাটবে।

সৈকত লাগোয়া কাপড় ব্যবসায়ী মো. জলিল বলেন, বেঁচা কিনি নাই বিগত দেড় মাস ধরে। কিছু পর্যটকদের আনাগোনা বাড়ছে আশা করছি দ্রুতই স্বরুপে ফিরবে আমাদের ব্যবসা বানিজ্য।

আবাসিক হোটেল কানসাই ইন’র ব্যবস্থাপক ফরাজি মো. জুয়েল বলেন, প্রায় মাস খানেক ধরে পর্যটক নেই। পরিবেশ স্বাভাবিক হতে শুরু করায় পর্যটকের আগমন শুরু হচ্ছে।

ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা ( টোয়াক)’র সেক্রেটারি কেএম জহির বলেন, আমরা পর্যটকদের সেবায় সকল অপারেটরগব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা সাধ্যমত সেবা প্রদান করতে প্রস্তুত। কয়েকদিন ধরে পর্যটক আসতে শুরু করছে। আশা করি শীঘ্রই এ সংকট কেটে যাবে।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসেসিয়েশনের সেক্রেটারি মোতালেব শরীফ বলেন, পর্যটন শিল্পের সাথে জড়িত হাজার হাজার মানুষ। সম্ভাবনাময় এ সেক্টরটি দিনে দিনে ধ্বংস হতে চলছে। বিগত দিনে আমাদের যে পরিমাণে অর্থ লুজার হয়েছে তা কাটাতে আবার কয়েকমাস অপেক্ষা করতে হবে। আশা করি খুব দ্রুত আমাদের সংকট কাটবে। পর্যটকটা স্বাভাবিক পরিবেশ পেলেই কুয়াকাটায় বেড়াতে আসে। বাড়তে শুরু করছে পর্যটক। আসা করছি এখন থেকে আর পর্যটক খরায় পড়তে হবে না।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।