etcnews
ঢাকাTuesday , 12 December 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কালিয়াকৈরে বিকাশ কর্মীকে অপহরণকালে জামাই শশুড়কে গণধোলাই, পুলিশে সোপর্দ

etcnews
December 12, 2023 5:46 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে মোবাইল ব্যাংকিং বিকাশের এক কর্মচারীকে অপহরণকালে জামাই শশুড়কে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার কালামপুর মাটিকাটা রেললাইন বাজার এলাকায়
এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শশুড় কালিয়াকৈর পৌরসভার কালামপুর বল খেলার মাঠ এলাকার হোসেন মিয়ার ছেলে আবু তাহের ও তার মেয়ের জামাই টাঙ্গাইল জেলার মধুপুর থানার জটাও বাড়ীর আজাহার আলীর ছেলে মনির (৩৫)।
স্থানীয় বাজার কমটি ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে মোবাইল ব্যাংকিং বিকাশ এর ওই কর্মী কালামপুর মাটিকাটা রেললাইন বাজারে মার্কেটিং এর কাজে যায়। কাজ শেষে ফেরার পথে অভিযুক্ত জামাই শশুড় একটি সাদা মাইক্রোবাস নিয়ে তার গতিরোধ করে জোরপূর্বক গাড়িতে তুলেন। মাইক্রোবাসটি( ঢাকা মেট্রো চ ১৬-০০৯৬) এ সময় তার চিৎকারে পথচারী ও বাজারের লোকজন ছুটে এসে গাড়িসহ জামাই শশুড়কে আটক করে গণধুলাই দেন। পরে পুলিশের কাছে সোপর্দ করেন।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সাব্বির আহমেদ জানান, তাকে থানায় আনা হয়েছে। জিজ্ঞেসাবাদ শেষে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।