মাগুরা প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপাট গ্রামের গোবিন্দ সাহা হত্যা মামলার প্রধান আসামী শিমুল সাহা ওরফে গোপাল সাহা (৩২)কে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের শক্তিনাথ সাহার ছেলে।
জানা গেছে, এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মহম্মদপুর থানার ইন্সপেক্টর তদন্ত মুন্সি রাসেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মিরপুর থানা পুলিশের সহযোগিতায় ঢাকার মিরপুর এলাকা থেকে গত রবিবার রাতে গোবিন্দ সাহা হত্যা মামলার প্রধান আসামিকে আটক করে। এব্যাপারে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, সোমবার আটক আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এবং সে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।