etcnews
ঢাকাMonday , 11 December 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কালিয়াকৈরে দা দিয়ে কুপিয়ে হত্যার ৪৮ ঘন্টাপর আসামি গ্রেফতার

etcnews
December 11, 2023 4:20 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে দা দিয়ে কুপিয়ে খলিলুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ৪৮ ঘন্টাপর আসামী লিয়াকত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ডিসেম্বর) ভোর রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৪৮ ঘন্টাপর টাঙ্গাইল জেলার সদর উপজেলার সুরুজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কালিয়াকৈর থানা পুলিশের একটি চৌকস দল। পুলিশের জিজ্ঞাবাদে আসামি লিয়াকত আলী হত্যার ঘটনা স্বীকার করেন।
গত শুক্রবার(৮ ডিসেম্বর) রাত ৮ টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আজুলিপাড়া গ্রামে প্রতিবেশী সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাক বিতর্ক হলে অভিযুক্ত লিয়াকত আলী দা দিয়ে খলিলুর রহমানের পায়ে কুপ দেন। পরে মুহুর্তেই খলিলুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে শনিবার (৯ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। ওই মামলায় সোমবার ভোর রাতে আসামি লিয়াকত আলী পুলিশের হাতে গ্রেফতার হন।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খলিলুর রহমানকে হত্যার পর আসামি লিয়াকত পালিয়ে যায়। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ৪৮ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।