etcnews
ঢাকাThursday , 7 December 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কালিয়াকৈরে আসামী পক্ষের লোকজনের হামলায় ওসি অপারেশনসহ ৪ পুলিশ সদস্য আহত,ধৃত আসামীসহ সর্টগানের ২০রাউন্ড গুলি ও ৩টি ওকিটকি ছিনতাই

etcnews
December 7, 2023 5:44 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে চুরাই মালামাল উদ্ধার ও পলাতক আসামীদের আটক করার সময় আসামী পক্ষের লোকজনের এলোপাতাড়ি হামলায় রংপুর জেলার পীড়গঞ্জ থানার ওসি (অপারেশন)সহ ৪জন পুলিশ সদস্য আহত হয়েছে।

বুধবার রাত ১টায় কালিয়াকৈর উপজেলার হরিণহাটি (দীঘিরপাড়) এলাকায় এঘটনা ঘটে। এসময় হামলাকারীরা পুলিশকে বহনকারী একটি মাইক্রোবাস ভাঙ্চুর করে ও পুলিশের কাছ থেকে সর্ট গানের ২০ রাউন্ড গুলি ও ৩টি ওকিটকিসহ ধৃত আসামী লিটনকে ছিনিয়ে নেয়। এঘটনায় ৯জনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।আহত পুলিশ সদস্যরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ থানার ওসি (অপারেশন) মো: মোস্তফা কামাল, এসআই ব্রজ গোপাল কর্মকার(৩৭), এএসআই এনায়েত হোসেন (৩২) ও কনস্টেবল জাহিদ।

পুলিশ সূত্রে জানা যায়, চুরি হওয়া মালামাল উদ্ধার ও পলাতক আসামীদের গ্রেফতার করতে রংপুর জেলার, পীরগঞ্জ থানার ওসি (অপারেশন) মো: মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিল বুধবার সন্ধায় কালিয়াকৈর আসে।পরে কালিয়াকৈর থানার সহযোগীতায় উপজেলার হরিণহাটি(দীঘিরপাড়) এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত পিকআপ চালক মো: আব্দুল কাদের ওরফে ধুক্কাকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যে মতে ওই এলাকার লিটনের স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া ১৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ৯০ ভরি ওজনের বিভিন্ন রুপার অলঙ্কার উদ্ধার করে। একপর্যায়ে আসামী পক্ষের লোকজন ডাকাত,ডাকাত বলে চিকিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে পুলিশের ওপর এলোপাতাড়ি হামলা চালায় এবং পুলিশকে বহনকারী একটি মাইক্রোবাস ভাংচুর করে ও পুলিশের সাথে থাকা সর্ট গানের ২০ রাউন্ড গুলি ও ৩টি ওকিটকি ছিনিয়ে নেয়।ওই ফাঁকে আসামী লিটন দৌড়ে পালিয়ে যায়। হামলায় পীড়গঞ্জ থানার ওসি (অপারেশন) মো: মোস্তফা কামালসহ ৪ পুলিশ সদস্য আহত হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পীরগঞ্জ থানার ওসি (অপারেশন) মো: মোস্তফা কামাল জানান, গত ১৮ নভেম্বর রাতে দুর্বৃত্তরা রংপুর জেলার ,পীরগঞ্জ থানা এলাকার সুশান্ত কর্মকারের মালিকানধিীন সরকার জুয়ের্লার্সের লোহার সিন্ধুক ভেঙ্গে ২৪ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণের অলঙ্কারর ও ৯০ ভর্রি ওজনের বিভিন্ন রুপার অলঙ্কারসহ নগদ ৪৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় জুয়েলার্সের মালিক সুশান্ত সরকার বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডির ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে সন্ধান পেয়ে গাজীপুরের কালিয়াকৈর থানার হরিণহাটি এলাকায় চুরি হওয়া মালামাল রয়েছে। এই সন্ধান পেয়ে চুরাই মালামাল উদ্ধার করতে পীরগঞ্জ থানা থেকে বুধবার সন্ধায় কালিয়াকৈর থানায় আসি এবং কালিয়াকৈর থানার সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করি। কালিয়াকৈর থানারে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামী লিটন কে গ্রেফতার ও পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া সর্ট গানের ২০ রাউন্ড গুলি ও ৩টি ওকিটকি উদ্ধারে আমরা চেষ্টা চালাচ্ছি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।