দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে মহান বিজয় দিবসের প্রস্তুতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি সম্পর্কিত এক বিশেষ নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১১পটুয়াখালী-১(মির্জাগঞ্জ-দুমকি ও সদর) আসনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী এডভোকেট আফজাল হোসেন প্রধান অতিথির বক্তৃতা করেন। কর্মশালায় পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৌমেন্দ্র চন্দ্র চন্দ শৈলেন, আইন বিষয়ক সম্পাদক ও জেলা বারের পিপি এড. নজরুল ইসলাম বাদল, কৃষি বিষয়ক সম্পাদক একেএম আবুল খায়ের, উপদপ্তর সম্পাদক জিএম জাফর কিরণ, সন্মানিত উপদেষ্ঠা মো: শাহজাহান সিকদার বিশেষ অতিথি ছিলেন।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান আকন সেলিমের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন আলীগ নেতা মো: নুরুল হক আলো মুন্সী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও লেবুখালী ইউপি চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম তুহিন আকন প্রমুখ। কর্মশালায় উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন ইউনিয়ন, ইউনিট আওয়ামলীলীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ কর্মশালায় অংশ নেন।