মোঃ নাসিম, স্টাফ রিপোর্টারঃ
নাচোলে আমন ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছ। আজ মঙ্গলবার বেলা ১১ টায় নাচোল খাদ্য গোডাউনে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ধানচাল সংগ্রহের শুভউদ্বোধন করা হয়। উপজেলা খাদ্যনিয়ন্ত্রক নর- উত্তম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলম। এসময় মিল মালিক সমিতির সভাপতি শওকত আকবর মিলন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান খোকনসহ কৃষকরা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে ৯.৩২ মে: টন ধান ৩০ টাকা কেজি দরে এবং ৩০১ মে: টন চাল ৪৪ টাকা কেজি দরে ক্রয় করবেন বলে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক জানান।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।