etcnews
ঢাকাMonday , 4 December 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কলাপাড়ায় বিনা চাষে রসুন উৎপাদনে কৃষকদের প্রশিক্ষন

etcnews
December 4, 2023 5:40 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বিনা চাষে বারী রসুন-১ উৎপাদনে আধুনিক কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার লতাচাপলি ইউনিয়নের গোড়া আমখোলা গ্রামের ছাবিরুর রশাদ নুরানী মাদ্রাসা প্রাঙ্গনে কৃষকদের সোমবার বিকেল ৩ টায় এ প্রশিক্ষন দেওয়া হয়।
সি-সাকসেস এবং এসিআর এর অর্থায়নে সরেজমিন গবেষনা বিভাগ ও কৃষি গবেষনা ইনস্টিটিউট পটুয়াখালী এর আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষক উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সরেজমিন গবেষনা
বিভাগ বিএআরআই,পটুয়াখালীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো.সহিদুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরেজমিন গবেষনা বিভাগ বিএআরআই,গাজীপুর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো.মাজহারুল আনোয়ার। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরেজমিন গবেষনা বিভাগ বিএআরআই,গাজীপুর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো.রবিউল আলম,উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.অপূর্ব কুমার চাকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরেজমিন গবেষনা বিভাগ
বিএআরআই, পটুয়াখালী বৈজ্ঞানিক কর্মকর্তা মো.মাইনুল ইসলাম।
পরে চাষীদের নিয়ে সরেজমিনে ক্ষেতে রসুনের বীজ বপন করে দেখানো হয়। ধান কাটার পরে এসব জমি খালি না রেখে সহজেই কম খরচে চাষ করা যায় এমনটাই বলেন বক্তারা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।