কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ওয়ার্কশপের ব্যবসায় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নশা প্যাদা (৫০) ও তার ছেলে বাপ্পী প্যাদা গুরুত্বর আহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী ব্রীজ সংলগ্ন স্থানে এ ঘটনাটি ঘটেছে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন।
আহত নশা প্যাদা জানান, ঘটনা স্থলে তার একটি ওয়ার্কশপের দোকান রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের মেশিনারীজ মেরামতের কাজ ও যন্ত্রপাতী বিক্রয় করা হয়। এতে আহত নশা প্যাদার স্ত্রী’র বড় ভাই স্থানীয় জুয়েল প্যাদা হত্যা মামলার আসামী জাফর প্যাদা ও তার ছেলেরা সেই দোকান অন্যত্র সড়িয়ে নিতে বিভিন্ন ধরনে হুমকী ও ভয়ভীতি দেখায়। তাদের কথামতো দোকান না সড়ালে ঘটনার দিন জাফর প্যাদা, তার দুই ছেলে মাঈনুল প্যাদা ও কিবরিয়া প্যাদা তার উপর হামলা চালায়। এতে তার শরীর রক্তাক্ত ও জখম হয়। তাকে বাঁচাতে ছেলে বাপ্পী প্যাদা এগিয়ে আসলে তাকেও মারধর করে মারাত্বক রক্তাক্ত ও জখম করে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, এবিষয়ে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। তবে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।