উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঠান্ডাজনিত রোগের প্রাদূর্ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ হাট বাজার বন্দরের ডাক্তার খানায় বেড়েছে শিশু রোগীর সংখ্যা।শিশুদের শীতকালীন ঠান্ডাজনিত রোগ প্রতিরোধে পারিবারিক পরিচর্যা সচেতনতাকে গুরুত্বপূর্ণ বলে অভিমত প্রকাশ উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ শওকত আলীর।জানাগেছে বছরের নভেম্বর মাস থেকেই শীত মৌসুমের শুরু হয়ে এই পযর্ন্ত স্বাভাবিকের চেয়ে তুলনামূলক কম থাকলেও জলবায়ু পরিবর্তনের কারনে ডিসেম্বরের এই সময় দিনের বেলায় স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকলেও রাতে শীতের কারনে শিশুরা ঠান্ডায় আক্রান্ত হয়ে জ্বর কাশি শাসকষ্ট ডায়েরিয়া সহ বিভিন্ন রোগক্রান্ত হয়ে পরেছে।উজিরপুর উপজেলা হাসপাতাল ইউনিয়ন স্বাস্থ্য সেবাকেন্দ্র ও গ্রাম্য ডাক্তারখানা ঘুরে দেখা গেছে সদ্য ভূমিষ্ঠ থেকে ৫/৬ বছর বয়সী শিশরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সেবা কেন্দ্রগুলোতে ভিড় করছে।উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানাগেছে শীত মৌসুমে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা বেশি থাকে তবে বিরুপ আবহাওয়ার কারনে এখন গড়ে ৪০/৫০ জন শিশুকে চিকিৎসা সেবা দেয়া হয়, বেশি আক্রান্ত শিশুদের ভর্তি রেখে সেবা প্রদান করছি। সরেজমিনে দেখা গেছে ৫০ শয্যা বিশিষ্ট উজিরপুর হাসপাতালে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে ধামসরের ১৪ মাস বয়সী মাহিয়া, ৬ মাসের সাফওয়ান, যুগীরকন্দার ৯ মাসের আদনান, ৪ মাসের মাহিয়া মনি নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত১৫/ ২০ জন শিশুরোগী বেডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।এবিষয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শওকত আলী বলেন শীত মৌসুমে শিশুরা ঠাণ্ডাজনিত ব্যাকটেরিয়া বিভিন্ন রোগে উপসর্গ থেকে আক্রান্ত হবে এটা স্বাভাবিক তবে শিশুদের পিতা মাতা পারিবারিক পরিচর্যার মাধ্যমে শিশুদের স্বাস্থ্যের নজর রাখতে হবে। বিশেষ করে শিশুদের হাত পা নখ পরিস্কার রাখলে ডায়েরিয়া থেকে মুক্ত ও সময় মত শিশুদের গরম কাপর পরিধানে ঠাণ্ডা রোধ করলে হাচি কাশি নিউমোনিয়া থেকে পরিত্রান পাওয়া যাবে। উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসা ঔষধ পর্যাপ্ত রয়েছে। কোন শিশু রোগাক্রান্ত হলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের পরামর্শ নেবার আহবান জানান।