কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে কালিয়াকৈর পৌরসভাস্থ গোয়ালবাথান এলাকায় একটি রড বোঝাই ট্রাকে আগুন দিয়েছে পালিয়েছে দুর্বৃত্তরা।রবিবার (৩ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে কালিয়াকৈর পৌরসভাস্থ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় রড় বোঝাই ট্রাকে দুর্বৃত্তরা আগুন দেয়।
এলাকাবাসী জানায়, রবিবার ভোরে রড বোঝাই উত্তরবঙ্গমুখী একটি ট্রাক ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর পৌরসাস্থ গোয়ালবাথান এলাকায় পৌছালে পিছন থেকে মোটরসাইকেল এসে ট্রাকটির গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে ট্রাকটিতে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাকটি (ঢাকা মেট্রো ট ২২-৭৪০৮) এসময় গাড়ির চালক ও হেলপার দ্রুত নেমে চিৎকার করলে আশপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর করেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, অগ্নিকান্ডে ট্রাকের সামনের অংশ পুরোপুরি এবং পিছনের অংশ আংশিক পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, ট্রাকটিতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের ব্যাপারে তদন্ত চলছে। দ্রুতগতিতে তাদের আইনের আওতায় আনা হবে।