কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা গুরুত্বর জখম হয়েছে। এসময় তার মটরসাইকেল ড্রাইভার রায়হানকেও আহত করা হয়। শনিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে পৌর শহরের এতিমখানা সড়কে এ হামলার ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন।
আহত কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা বলেন, উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন থেকে সরকারী একটি কাজের পরিদর্শন শেষে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। ঘটনাস্থলে এসে পৌঁছালে স্থানীয় সোহেল মীরার ছেলে স্বাধীন মীরা মটরসাইকেলের গতিরোধ করে তার উপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথা ও হাতে গুরুত্বর জখম হয়। এসময় তাকে রক্ষা করতে গেলে মটরসাইকেল ড্রাইভার রায়হানকেও আহত করা হয়। তবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ভাই আব্দুল্লাহ আল ইসলাম লিটন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পরিকল্পিত ভাবে এ হামলার ঘটনা ঘটাতে পারে এমনটাই দাবী করেন তিনি।
হামলার নিন্দা জানিয়ে তার ভাই ১১৪ পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম লিটন বলেন, কারো সাথে আমাদের ব্যক্তিগত ঝামেলা নেই। হঠাৎ করে কেনো বা কি কারনে আমার বোনের উপর এ হামলা হলো তা আমার বোধগম্য নয়। তবে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করায় কোনো একটি পক্ষ এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি সাংবাদিকদের জানান।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, এঘটনায় অভিয্ক্তু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।