etcnews
ঢাকাFriday , 1 December 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে ১৩ জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা

etcnews
December 1, 2023 11:15 am
Link Copied!

উজিরপুর প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২, উজিরপুর-বানারীপাড়া আসনে মনোনয়ন জমার শেষ দিনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। ৩০ নভেম্বর বৃহস্পতিবার উজিরপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট ৫ প্রার্থী, বানারীপাড়ায় ১ জন প্রার্থী ও বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট ৬ প্রার্থী তাদের মনোনয়ন ফরম দাখিল করেছেন। বরিশাল-২ আসন থেকে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস মনোনয়ন পত্র জমা দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ আনিচুর রহমান, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম. জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মোঃ মাওলাদ হোসেন সানাসহ নেতাকর্মী। এছাড়াও জাতীয় পার্টি থেকে প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন তাপস, রনজিৎ কুমার বাড়ৈ, কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী বিশিষ্ট সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস, জাকের পার্টির গোলাপ প্রতীকের প্রার্থী মোঃ স্বপন মৃধা মনোনয়ন ফরম দাখিল করেন।
এদিকে বানারীপাড়ায় মনোনয়ন ফরম দাখিল করেন শের-ই-বাংলার দৌহিত্র স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু। বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম দাখিল করেন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টির আরেক প্রার্থী জহিরুল ইসলাম টুটুল, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মোঃ শাহেব আলী মনোনয়ন ফরম দাখিল করেন। তৃনমুল বিএনপির প্রার্থী আলহাজ্ব মোঃ শাজাহান, স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুল ইসলাম, জাতীয় পার্টির জেপি মন্জু, গ্রুপ ব্যারিষ্টার আলবার্ট বাড়ৈ, বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় কমিটির সদস্য মো: মিরাজ খান মনোনয়ন ফরম দাখিল করেছেন বলে জানাগেছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।