কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর-১ আসনের চতুর্থবারের মতো আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আ ক ম মোজাম্মেল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে দলীয় নেতৃবৃন্দদের নিয়ে উপজেলা সহকারী রিটানিং অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাতের কার্যালয় গিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সিকদার মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর আলী খান ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার,পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, প্যানেল মেয়র খাত্তাব মোল্লা, উপজেলা শ্রমিকলীগে সাধারণ সম্পাদক হারেজউজ্জামান খানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।