মাগুরা প্রতিনিধি।। মাগুরা-২আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড.শ্রী বীরেন শিকদার নৌকা প্রতীক নিয়ে গত মঙ্গলবার দুপুরে নির্বাচনী এলাকা মাগুরার মহম্মদপুরে পৌঁছালে দলীয় নেতা কর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।
ওই দিন তিনি দলীয় নেতা কর্মী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,ব্যবসায়ী,বিভিন্ন শ্রেণী পেশার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহম্মদপুর উপজেলা সদরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।পরে উপজেলা সদরের ট্রাফিক চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান রানা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান,উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ জি,এম,শওকত বিপ্লব রেজা বিকো,বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন শিকদার, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাগর প্রমূখ।
আওয়ামী লীগের মনোনীত মাগুরা-২ আসনের প্রার্থী ড.শ্রী বীরেন শিকদার সরকারের উন্নয়ন কর্মকান্ড ধরে রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন।