কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কলাপাড়া, রাঙ্গাবালী ও মহিপুর নিয়ে গঠিত পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য হিসেবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম লিটনের কলাপাড়া আগমন উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৪ টায় পৌর শহরের হেলিপ্যাড মাঠ থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুরেন্দ্র মোহন সড়কের মনোহর পট্টিতে একটি পথসভায় মিলিত হয়। এসময় তার বোন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমাসহ কয়েক হাজার ভোটার সমর্থক ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকল ভোটার সমর্থকদের উদ্যেশে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল ইসলাম লিটন বলেন, আমার পিতা মরহুম আনোয়ার উল ইসলাম মিয়া দীর্ঘ বছর আপনাদের সেবায় নিয়োজিত ছিলেন। তার একজন যোগ্য উত্তসূরি হিসেবে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সে সুযোগ করে দিবেন। এসময় তিনি আবেগে আপ্লুত হয়ে কান্না জড়িত কন্ঠে আরো বলেন, আমার পিতার মৃত্যুর পরে এতোগুলো বছর আমাদের কয়েক ভাই বোনদের কোনঠাসা করে রাখা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সদস্য পদেও আমাকে ঠাই দেয়া হয়নি। আমরা এতিম, আমাদের প্রতি আপনাদের সদয় দৃষ্টি রাখবেন বলে আশা করছি। আগামী ৭ জানুয়ারী আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করে আপনাদের পাশে দাঁড়াবার সুযোগ করে দিবেন।