মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গত বুধবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে শেষ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তহমিনা মিতু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডঃ শ্যামল কুমার দে, থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবু বক্কর মাস্টার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আকবর আলী,আনসার ও ভিডিপি অফিসার মর্জিনা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন,জেলা পরিষদ সদস্য মুন্সি আবু হানিফ,ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার,চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস,চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন মন্ডল, চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কর,চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু প্রমূখ উপস্থিত ছিলেন।