মাগুরা প্রতিনিধি।। মাগুরায় কাত্যায়নী পূজার মন্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) খুলনা রেঞ্জ মোঃ হাসানুজ্জামান, পিপিএম। গত রবিবার রাতে মাগুরার বিভিন্ন কাত্যায়নী পূজার মন্ডপ পরিদর্শন করেন। এবং তিনি পূজা মন্ডপের পূজারী ও পরিচালনা কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অতিরিক্ত ডিআইজি বলেন,, কোন অপশক্তি আমাদের পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করলে আমরা সকলে মিলে তাদেরকে প্রতিহত করবো। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাগুরা জেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উৎসাহ উদ্দীপনার সাথে শান্তিপূর্ণভাবে প্রতি বছরের ন্যায় এ বছরও কাত্যায়নী পূজা উদযাপন করা হচ্ছে।এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), মোঃ কলিমুল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ তোফাজ্জেল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),মাগুরা ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা এবং জেলার সনাতন ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।