কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধুর সৈনিক লীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপির অবরোধের নামে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ১৭ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সৈনিকলীগ কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চান্দরা এলাকা দুই শাতাধিক মোটরসাইকেল নিয়ে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে চন্দ্রা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কিরণ মাহমুদ ওয়ার্সীর, বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম জিন্নাহ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক ইউনুস আলী বিশ্বাস, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আরফান আলী, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন টিটু, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নির্বাহী সদস্য আইয়ুব রানা, বঙ্গবন্ধু সৈনিক লীগের মৌচাক ইউনিয়ন সভাপতি শেখ মোহাম্মদ শুকুর আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।