মাগুরা প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসব মুখর পরিবেশে বাদ্যযন্ত্র নিয়ে এক আনন্দ মিছিল বের করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক আনন্দ মিছিলি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) আহবায়ক ও প্রাক্তন চেয়ারম্যান মোঃ আলী মিয়া। এসময় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগ নেতা সুলাইমান শিকদার,নহাটা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান,মোঃ খাইরুল ইসলাম মন্নু, ইউপি সদস্য মোঃ খালেদ হোসেন টোকন মোঃ বাকিরুল ইসলাম, ফিরোজ মোল্লা, মোঃ আতাউর জমাদ্দার সহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।