কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে।এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপরে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষনে ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পল্লী বিদ্যুৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলাকায় দুইবন্ধু মোটরসাইকেল নিয়ে গাজীপুরের দিকে যাচ্ছে। এ সময় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু মহাসড়কের উপর ছিটকে পড়ে। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর হাইওয়ে রিজিয়নের নাওজোড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।