etcnews
ঢাকাThursday , 16 November 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কালিয়াকৈরে ভোররাতে যাত্রীবাহী বাসে আগুন

etcnews
November 16, 2023 12:06 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ রূপনগর এলাকায় ভোররাতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে তাকওয়া পরিবহন নামের দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে কালিয়াকৈর পৌরসভার রূপনগর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রেখে যাওয়া তাকওয়া পরিবহনে ভোর সাড়ে তিনটার দিকে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন যুবক দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে আগুন দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে গাড়িটি সম্পন্ন পড়ে যায়।
এ ঘটনায় কালিয়াকৈর থানার (মৌচাক ফাঁড়ি) পুলিশের উপপরিদর্শক সাইফুর রহমান মুন্সি জানান, ভোর সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।