মাগুরা প্রতিনিধি।। মাগুরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্বাবধানে একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। পুলিশের সাঁজোয়া যানসহ একাধিক ভেইকেল, মোটরসাইকেলে করে জেলা পুলিশের রায়োট কন্ট্রোল টিমের সদস্যরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাদের নেতৃত্বে এই মহড়ায় অংশগ্রহণ করেন।
সোমবার বেলা ১১ টায় অনুষ্ঠিত এই মহড়ায় নেতৃত্ব দেন মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার)।এ সময় তিনি যে কোন প্রকার আইন-শৃঙ্খলা অবনতি প্রতিহত করতে সাধারণ মানুষের জান মাল রক্ষার্থে সকল পুলিশ সদস্যদের কে সর্বদা সতর্ক অবস্থায় থাকার নির্দেশ প্রদান করেন।এই মহড়ায় উপস্থিত ছিলেন মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),চন্দন দেবনাথ, জেলা আনসার কম্যান্ড্যান্টসহ অন্যান্য উর্দ্ধতন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এছাড়াও যৌথ মহড়ায় পুলিশের পাশাপাশি নিবার্হী ম্যাজিস্ট্রেট,বিজিবি ও আনসার ব্যাটালিয়নের নেতৃত্বে বিভিন্ন দল অংশগ্রহণ করে।