রাজবাড়ী প্রতিনিধি। রাজবাড়ীর পাংশায় নানা আয়োজনে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় পাংশা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, বিশেষ অতিথি, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী, উপজেলা আ’লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব মন্ডল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হাকিম রুমি, সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ সহ উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।