কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরে কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মো: কিতাব আলী খান (৫৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু ব্যাক্তি হলো গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জানপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় মৃত ওই প্রধান শিক্ষক সড়ক পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। সময় তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন খবর দেন। খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে ওই মৃত শিক্ষকের পরিবারের লোকজন খবর পেয়ে ছুটে আসে। পরে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় অজ্ঞাত ওই ট্রাক আটক করা সম্ভব হয়নি।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে। অজ্ঞাত ওই ট্রাক ও চালকের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।