মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যলয়ের সামনে ককটেল বিস্ফোরণেরর ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে কসবা ইউনিয়ন আ.লীগের সোনাইচন্ডী আ.লীগ কার্যলয়ের সামনে ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা।তবে এতে কেউ হতাহত হয়নি।
বাংলাদেশ পুলিশের জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় আরো ৪টি ককটেল উদ্ধার করে পুলিশ।এঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
নাচোল থানার ওসি মিন্টু রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএনপির ডাকা অবরোধ সমর্থনে বিএনপির লোকজন ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটাতে পারে বলে ধারনা করা হচ্ছে ।পুলিশ স্পট থেকে ৪টি ককটেল উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
নাচোল উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন,জামায়াত ও বিএনপির লোকজনই ইউনিয়ন আ.লীগের কার্যলয়ের সামনের গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।