জান্নাতুল ফেরদৌস, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট পাঁচবিবি বাজার থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রনি বাবুকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত রনি বাবু জেলার পাঁচবিবি উপজেলার কালিঘাটা বড় পুকুড়িয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, ২০২০ সালের ২ ফ্রেব্রুয়ারী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদা এলাকায় বিজিবি চেকপোষ্টে একটি বাসে তল্লাশীকালে রনি বাবুর শরীরে বিশেষ কায়দায় রাখা ৫০ পিস অ্যাম্পুল পায় বিজিবি। পরে বিজিবি বাদী হয়ে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় দীর্ঘ শুনানির পরে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর রনি বাবুকে যাবজ্জীবন সাজা দেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দিন। এরপর থেকে রনি বাবু পলাতক ছিল। বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।