etcnews
ঢাকাThursday , 9 November 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কলাপাড়ায় হরতাল-অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে যুবলীগ

etcnews
November 9, 2023 10:30 am
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: সারাদেশে বিএনপি-জামায়তের ডাকা হরতাল ও অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মটরসাইকেল শোডাউন করেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় যুবলীগের প্রায় কয়েক’শ নেতাকর্মী মটরসাইকেলের একটি বহর নিয়ে পৌর শহরের নেছার উদ্দিন সিনিয়র মাদ্রাসার সামনে থেকে বের হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়কে মিছিল ও শোডাউন দিয়ে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবলীগের সদস্য ও সাধারন সম্পাদক পদপ্রার্থী গাজী হাসিবুল ইসলামের নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল ও শোডাউন করা হয়। এসময় যুবলীগের নেতাকর্মীরা বিএনপি ও জামাত শিবিরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তাদের হুশিয়ার করেন।
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী যুবলীগ নেতা গাজী হাসিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, বিএনপি-জামাত হরতাল ও অবরোধের নামে যে অরাজকতা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে তার বিরুদ্ধে কলাপাড়া উপজেলা যুবলীগ সর্বদা সোচ্চার রয়েছে। তারা কোন ধরনের অপ্রিতীকর পরিস্থিতির চেষ্টা চালালে তার দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে আজ উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের মেঘা প্রজেক্ট উন্মুক্ত করে বিশ্বের দরবারের বাংলাদেশকে একটি রোল মডেলে পরিণত করেছে। এসকল উন্নয়ন দেখে তাদের সহ্য হচ্ছে না বলেই তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য এ অবৈধ হরতাল ও অবরোধ ডেকেছে। দেশের মানুষ তাদের ডাকে সারা দেয়নি বলে গাড়ি ভাংচুরসহ অগ্নি সংযোগের মাধ্যমে জ্বালাও পোড়ায়ের মাধ্যমে মানুষের মাঝে ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে। বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীদের প্রতি হুশিয়ারি উচ্চারন করে তিনি বলেন, আপনাদের উচিত শিক্ষা দেয়ার জন্য কলাপাড়া উপজেলা যুবলীগের প্রতিটি নেতাকর্মী সজাগ রয়েছে। আমাদের উত্তেজিত করার চেষ্টা করবেন না। তার ফল কিন্ত ভালো হবে না।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।