মাগুরা প্রতিনিধি।। মাগুরার শ্রীপুর উপজেলার জোকা গ্রাম থেকে ডাকাতি মামলার আসামী মোলাম মন্ডলকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ আটক করেছে পুলিশ। সে রাজবাড়ীর কালুখালী উপজেলার জামালপুর গ্রামের মফজেল মন্ডল এর পুত্র।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায়
মোলাম মন্ডল (২৯)কে কালভার্ট মোড় থেকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার স্বীকারোক্তি মূলক জবানবন্দী অনুযায়ী উপজেলা সব্দালপুর গ্রামের সাকেন মোল্লার বাড়ীর পাশে মাটির নিচে রাখা একটি এক নালা কাটা বন্দুক ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ। এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক কাঞ্চন কুমার রায় জানান,, এঘটনায় শ্রীপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরোও ৪-টি মামলা রয়েছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।