কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
বিএনপি-জামায়তের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর নেতৃত্বে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক,সফিপুর,পল্লীবিদ্যুত, ও চন্দ্রা ত্রীমোড়ে পৃথক,পৃথক ভাবে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে অনুষ্ঠিত শান্তি মিছিল ও সমাবেশে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক যোগদান করেন।
চন্দ্রা ত্রীমোড়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: মুরাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শিকদার মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক মো: আকবর আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম তুষার, জেলা আওয়ামীলীগের সদস্য মো: হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সেলিম আজাদ, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মঈনুল হোসেন,যুবলীগের সভাপতি মো: হিরু মিয়া,উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো: হারিজ উজ্জামান খান,ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহম্দে সম্রাট প্রমূখ।