etcnews
ঢাকাWednesday , 8 November 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

সাংবাদিক ও পুলিশকে গালিগালাজ,বাউফলে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল

etcnews
November 8, 2023 6:38 pm
Link Copied!

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে যুবলীগ নেতা সাংবাদিক ও পুলিশকে অশালীন ভাষায় গালিগালাজ করার ভিডিও ভাইরাল হয়েছে। গত মঙ্গল বার সকাল থেকে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে ভাইরাল হয়।
জানা গেছে, কেশবপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শূণ্য কোঠায় একটি নিয়োগে ঘুষ বানিজ্যের অভিযোগের ভিত্তিতে কয়েক জন সাংবাদিক সরজমিনে তথ্য সংগ্রহের জন্য যায়। তাদের দেখে স্থানীয় অনেক লোকজন জড়ো হয়। তাদেরকে তথ্য দেয়ার জন্য এগিয়ে আসেন। এ খবর পেয়ে কেশবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.জহিরুল হক জহির সেখানে এসে উপস্থিত হন। সেখানে থাকা স্থানীয় লোকজনের উপর ক্ষিপ্ত হন।
ভাইরাল ওই ভিডিওতে শোনা যায়, যুবলীগ নেতা জহিরুল হক উত্তেজিত হয়ে মালেক নামের স্থানীয় এক ডিস ব্যাবসায়ীকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। এসময় সাংবাদিক ও পুলিশকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করতে শোনা য়ায়। সেখানে সাংবাদিকদের হাতে থাকা মোবাইল ফোনে ঐ গালিগালাজের ভিডিও ধারন করা হয়। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে ছড়িয়ে পড়ে।
বাউফল রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারন সম্পাদক সাংবাদিক আরিফুল ইসলাম বলেন, আমরা ওখানে তথ্য সংগ্রহের জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে গিয়েছি। সেখানে ইউনিয়ন যুবলীগ সভাপতির তো আসার কথা নয়। তিনি তার ক্ষমতার অপব্যবহার করে আমাদের সাথে খারাপ আচারণ করেছেন। এটা আসলে কাম্য নয়।
অভিযুক্ত যুবলীগ নেতা জহিরুল হক বলেন, ‘আমি যা বলার বলেছি। আপনারা যা করতে পাড়েন করুন।’
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, আমি এবিষয়ে কিছু জানি না। তিনি কোন বক্তব্য দিতেও রাজি হননি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।