কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কাঁচা রাস্তা পাকা করন ও রাস্তার ইট আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার লালুয়া ইউয়িনের চান্দুপাড়া পুর্নবাসন আবাসন সংলগ্ন কাঁচা রাস্তার উপর দাড়িয়ে এ মানববনন্ধন করেন তারা। প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে পায়রা বন্দরের ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যসহ স্থানীয় ভূক্তোভোগীরা অংশগ্রহন করেন। এসময় চান্দুপাড়া পুর্নবাসন আবাসনের সাধারন সম্পাদক মো. শাহিন তালুকদার, সহ-সভাপতি মো. নিজাম মৃধা, ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ইমু খান, ভূক্তোভোগী মাসুম গাজীসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এ রাস্তাটিতে দ্রুত ইট বিছিয়ে এলাকার মানুষের চলাচলের উপযোগী করার দাবী জানান তারা।
বক্তারা বলেন, ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার থেকে চান্দুপাড়া পুর্নবাসন আবাসনে যাতায়তের রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। সামান্য বৃষ্টি হলেই হাটু সমান কাঁদা হয়ে যেতো। এছাড়া, স্কুল শিক্ষার্থী ও জরুরী চিকিৎসায় উপজেলা সদরে যাতায়তে এলাকার মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এমনকি এ রাস্তায় মটরসাইকেল ও ভ্যান চালকরা বিভিন্ন সময়ে দূর্ঘটনার স্বীকার হয়। স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে দীর্ঘদিন পর হলেও রাস্তাটিতে ইট বিছানোর কাজ করা হয়। যদিও তা অন্য রাস্তার পুরাতন ইট দিয়ে। তবে, রাস্তার কাজ সম্পূর্ন না করে ইউপি সদস্য মাসুদ হাওলাদার বেশ কিছু ইট আত্মসাত করেছে বলে অভিযোগ করেন বক্তারা।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাসুদ বলেন, স্কিমে ৬.৯৬ ফুট রাস্তার কাজ করার কথা থাকলেও জনস্বার্থে প্রায় ১২০০ ফুট রাস্তায় ইট বিছানো হয়েছে। এতে আরো প্রায় ৮৭ হাজার টাকা আমার পকেট থেকে অতিরিক্ত খরচ হয়েছে। টাকা না থাকায় বাকী কাজ অসম্পূর্ন রয়েছে। তবে, বাড়তি ইটগুলো সংরক্ষিত রয়েছে। এলাকার কতিপয় লোক তাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান।
লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, রেজুলেশনের মাধ্যমে একটি রাস্তার পুরাতন ইট তুলে চান্দুপাড়া পুনর্বাসন আবাসনের রাস্তাটিতে বিছানো হয়েছে। তবে, কেউ ইট আত্মসাত করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।