মাগুরা প্রতিনিধি।। মাগুরার শালিখায় মাঠ দিবস ওহ কৃষক সমাবেশ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, যশোর অঞ্চলে টেকশই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তাবায়ীত প্রদর্শণী বাউলিয়াতে লতিকচু চাষের উপর মাঠ দিবস ও কৃষক সমাবেশ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি মাগুরা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ কামাল হোসেন,কৃষিবিদ বিষ্ণুপদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন,বুনাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কর, কৃষাণী লাবলি সরকার প্রমূখ। এসময় এলাকার কৃষক-কৃষাণী,স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।