মাগুরা প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুরে ঐতিহ্যবাহী বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতায় মধুমতি নদীর দুই তীরে লাখো মানুষের ঢল। মেলা শুরুর কয়েক দিন আগে থেকে বিভিন্ন পণ্যের দোকান বসে মেলা এলাকায়। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহম্মদপুর শেখ হাসিনা সেতু সংলগ্ন জাঙ্গালিয়া ও চর-জাঙ্গালিয়া মধুমতি নদীর দুপাশে প্রতি বছরের ন্যায় এবারও বিহারী লাল শিকদার নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।উপজেলার গোপালনগর বালুরচর থেকে মহম্মদপুর থানা ঘাট সীমানা পর্যন্ত মধুমতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর থেকে দর্শকদের উপস্থিতি দেখা যায়। নদীর দু তীরে দাঁড়িয়ে নৌকা বাইচ উপভোগ করেন অনেক আমুদো নারী পুরুষ সহ নানা শ্রেণী পেশার মানুষ।
এ উপলক্ষে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। শনিবার দুপুরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দশম বার্ষিকী এ নৌকা বাইচ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(অঃদাঃ)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো। বিশেষ অতিথি ছিলেন মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার). উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আবু আব্দুল্লাহেল কাফী,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল সিদ্দিকী লিটন,থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসন, রাজনৈতিক, সামাজিক,নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাগুরা-২আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার তাঁর পিতা প্রয়াত বিহারী লাল শিকদার এর নামে এ নৌকা বাইচ প্রতিষ্ঠা করেন।
গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতায় দোকানপাট ও হরেক রকম পণ্যের পসরা বসেছিল বিহারী লাল শিকদার নৌকা বাইচ মেলায়। উপলক্ষে সাজানো হয়েছিল অসংখ্য তরুণও ফেস্টুন দিয়ে। এ আকর্ষণীয় নৌকা বাইচ মেলা দেখতে গোপালগঞ্জ, নড়াইল, রাজবাড়ী, ঝিনাইদাহ, ফরিদপুর, মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা সহ বিভিন্ন জেলা ও উপজেলা এবং দূর থেকে ছুটে আসা মানুষ নদীর দুপাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ উপভোগ করতে দেখা যায়। মধুমতি নদীতে নৌকার দাঁড়িয়াদের দাঁড় নিক্ষেপ ও কাঁসার ঘন্টার টং টং টং শব্দ নৌকা বাইচ দেখতে মানুষের মাঝে আনন্দময় দৃশ্য সৃষ্টি হয়। নারীদের নৌকায় সারি গান দর্শকদের আনন্দ মন কাড়ে। এছাড়া মেলায় বিনোদনের জন্য চরকি, ট্রেন, নাগরদোলা, নৌকা মেলা স্থলে স্থান পেয়েছে। গ্রামীণ জনপদের উৎসুক মানুষ নৌকা বাইচ দেখতে মেলায় আনন্দ উল্লাস করেন। বিভিন্ন খেলনা স্টল,মিষ্টি সামগ্রী,দোকান বসে,মেলা মাঠে। মোট ২৪টি নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবার যার মধ্যে কালায় গ্রুপে-১৩ টি ও সাজের ১১টি। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন গোপালগঞ্জের -কাশিয়ানীর রেজাউল শেখ,দ্বিতীয় হয়েছেন মোকসেদপুরের-দিলীপ তৃতীয় হয়েছেন মাদারীপুরের অমল সরকার। সব শেষে অতিথি বৃন্দ বিজয়ীদের প্রথম ও দ্বিতীয় পুরস্কার দু-জনকে ১টি করে ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার একটি এলইডি টেলিভিশন হাতে তুলে দেন।