মাগুরা প্রতিনিধি।। মাগুরায় কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র”- এ প্রতিপাদ্য নিয়ে মাগুরা জেলা পুলিশের আয়োজনে শনিবার র্যালি ওআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স থেকে একটি র্যালিটি বের হয় র্যালি টি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে করে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), পরে পুলিশ সুপার প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। সভাপতিত্ব করেন মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), পুলিশ সুপার মাগুরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং মাগুরা জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক পঙ্কজ কুমার কুন্ডু চেয়ারম্যান, জেলা পুরিষদ মাগুরা, আ ফ ম আব্দুল ফাত্তাহ, সভাপতি মাগুরা কমিউনিটি পুলিশিং ও জেলা আওয়ামী লীগ, আবু নাসের বাবলু,চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ কমিউনিটি পুলিশিং ডে -২০২৩ উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার, মাগুরা।এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাগুরা, চন্দন দেবনাথ, জেলা আনসার কম্যান্ড্যান্ট, মাগুরা, মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) মাগুরাসহ জেলা পুলিশের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও সভায় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ জেলা পুলিশের অন্যন্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।