দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালীর এফপিএবি অডিটোরিয়ামে সংগঠনের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বাদলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম প্রধান অতিথি ছিলেন।
জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সাবেক ও বর্তমান সরকারি কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীগণ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে আমন্ত্রিত অতিথি ও সাবেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সদস্যদের মধ্যাহ্ন ভোজের আপ্যায়ন শেষে সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা পুরস্কার বিতরণ করা হয়েছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।