মো. মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গাবালী থানায় আজ ৪ঠা নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় র্যালি উদ্বোধন করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান পুলিশই জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।এই শীর্ষক স্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম মজুমদার।
কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।এসময় আরও বক্তব্য রাখেন, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন,রাঙ্গাবালী উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুজ্জামান মামুন খান,রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগে সভাপতি আরিফুর রহমান,ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলী, মৌডুবী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রাসেল মাহমুদ, হালিমা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নুরে আলম বিপ্লব, রাঙ্গাবালী সরকারি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম সোহাগ, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আঃমালেক, ওই সময় কমিউনিটি পুলিশ প্রতিটি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ তাই সকল জনগনকে সচেতন হয়ে পুলিশকে সহায়তা করতে হবে বলে জানান।
রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নরুল ইসলাম মজুমদার বলেন,মাদক, অনলাইন জুয়া, নারী ও শিশু নির্যাতন, চুরি, ইভটিজিং সহ নানাবিধ অপরাধ নির্মূল করার লক্ষ্যে পুলিশকে যথাসময়ে তথ্য দিয়ে সহায়তা করতে এবং অপরাধ দমনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, একটি অপরাধমুক্ত নিরাপদ বাসযোগ্য সমাজ গড়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।