মাগুরা প্রতিনিধি: মাগুরায় জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদের-৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গত মঙ্গলবার র্যালি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। জানাগেছে,, দেশ-বিদেশী ষড়যন্ত্র প্রতিহত করো- বিএনপি- জামাতের নাশকতা রুখে দাঁড়াও-সংবিধান অনুযায়ী যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করো- বিভিন্ন স্লোগান করে জাসদ কর্মীরা। ওদিন সকালে শহরের নোমানী ময়দানে স্বাধীনতা স্তম্ভের বেদিতে জেলা ও উপজেলা থেকে উপস্থিত হয় জাসদ, যুবজোট, নারী জোট ও জাসদ ছাত্রলীগ নেতা কর্মীরা সমাবেশে মিলিত হন। পরে সুরসপ্তক সংগীত বিদ্যালয়ের শিল্পীদের বিভিন্ন সংগীত পরিবেশনায় দিবসের সূচনা ঘটে। সংগীতানুষ্ঠান শেষে বেলা ১১টা ৩০ মিনিটে শহরে একটি র্যালি বের করে। মাগুরা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণির নেতৃত্বে র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে।পরে কলেজপাড়া দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।