etcnews
ঢাকাSunday , 29 October 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ২৪টি কক্ষ পুড়েছাই

etcnews
October 29, 2023 6:33 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি কলোনির ২৪টি কক্ষ সম্পন্ন পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার সকাল ১০টায় কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডে ভাঙ্গা মসজিদের পাশের দুলালের কলোনিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার ভাঙ্গা মসজিদের পাশের দুলালের কলোনিতে আগুন দেখতে পায় স্থানীয়রা। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কলোনির মালিক দুলাল জানান, আগুনে আমার বাড়ির ২৪টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডে আমার কলোনির ভাড়াটিয়াদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন লাগার সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে কলোনির আনুমানিক ২০ থেকে ২২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রাণান্ত চেষ্টা চালিয়ে আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।