শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে মডেল থানা পুলিশের জালে ২ মাদক দ্রব্য কারবারি ৪৫ গ্রাম( পয়তাল্লিশ গ্রাম) গাজা সহ গ্রেফতার হয়েছে।উজিরপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ জাফর আহম্মেদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে উজিরপুর থানার চৌকস এসআই মো: রাকিবুল ইসলাম বুদ্ধিদীপ্ত মাদক অভিযানে মোবাইল ট্র্যাকিং দিয়ে মুন্ডপাশা হাওলাদার বাড়ির সংলগ্ন ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করে মুন্ডপাশা গ্রামের মুন্সি বাড়ির মো: শহিদ হাওলাদারের পুত্র মো: শাওন হাওলাদার (১৯) একই বাড়ির মো: সায়েম সরদারের পুত্র মো: মুবিন সরদার (২০) মাদক দ্রব্য কারবারি কে ২৬ অক্টোবর বৃহস্পতিবার রাত ৯ টার সময় ৪৫ গ্রাম গাজা সহ গ্রেপ্তার করে এবং একই গ্রমের আবুল হোসেন বেপারীর পুত্র মো: রাব্বি ওরফে মামুন বেপারী (২৪) পালিয়ে যায় । ধূর্ত মাদক দ্রব্য কারবারি বিভিন্ন জায়গায় মাদক বিক্রয় করে থাকে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহম্মেদ বলেন মাদক দ্রব্য নিয়ে কোন আপস নয়,উজিরপুরকে একটি মাদক মুক্ত মডেল থানা গড়ে তুলতে হবে। আমাদের মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে, উল্লেখ্য ২ জন মাদক কারবারিদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানার একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।