etcnews
ঢাকাFriday , 27 October 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবীতে শ্রমিকদের বিক্ষোভ,ভাংচুর, অগ্নি সংযোগের মামলায় গ্রেফতার- ১৫

etcnews
October 27, 2023 7:04 pm
Link Copied!

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ,যানবাহন
ভাংচুর,অগ্নিসংযোগ ও পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করার মামলায় ১৫জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার ফুলবাড়িয়া,মৌচাক ও চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, বেতন বৃদ্ধির দাবীতে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার তেলিরচালা এলাকায় কারখানা শ্রমিকেরা বিভিন সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে করে। এসময় বিক্ষুব্দ শ্রমিকরা কর্তূব্যরত পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ, যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এসব ঘটনায় বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাব্বির রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামীদের নামে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ১৫জনকে গ্রেফাতার করেছে বলে মামলার তদন্তকারী অফিসার (এসআই) জামিলুর রহমান জানান। গ্রেফতারকৃতদের গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।