etcnews
ঢাকাThursday , 28 September 2023
  1. ইসলাম
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. সর্বশেষ
  10. সারাদেশ

কালিয়াকৈরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

etcnews
September 28, 2023 9:11 am
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জুসনে জুলুশের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আহমেদ সাকাপি ইবনে সাজ্জাদ। জসনে জুলুসের র‍্যালী ঢাকা টাঙ্গাইল মহা সড়ক সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর বাসস্ট্যান্ড মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন,আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা সভাপতি,মুর্শিদ নগর দরবারের প্রতিষ্ঠাতা প্রবীন আলেম আব্দুল হাকিম জিহাদী মুজাদ্দেদী।মাওলানা আমিনুল ইসলাম আল কাদরীর সঞ্চালনায় বকরতব্য রাখেন,বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরী, মাওলানা রিয়াজুল হক আল কাদরী,শাহ আশেক মুর্শেদ সুজন,শাহ আজিজুর রহমান আজিজ ফকির।আমির হামজা আল চিশতি সহ আশেক রাসুলগণ।পরে মিলাদ মাহফিল পরিচালনা করেন,চানপুর দরবারের পীর খন্দকার রাজীর আহমেদ,দেশ ও দশের মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন আব্দুল হাকিম জিহাদী আল মুজাদ্দেদী।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।